চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ রবিবার ঢাকা ছেড়ে গেছেন। আজ বেলা পৌনে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
এর আগে সকালে দুই পররাষ্ট্রমন্ত্রী রাজধানীর একটি হোটেলে বৈঠক করেন। বৈঠক শেষে দুই পক্ষের মধ্যে চারটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, গতকাল শনিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দুই দিনের সফরে ঢাকায় আসেন। বিকেল ৫টার পর তাকে বহনকারী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
পরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী। পরে তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন। এরপর জাদুঘরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।