অশোক রঞ্জন কাপুড়িয়ার বিরুদ্ধে আদালতে মামলা
মালিক উজ জামান, যশোর : ঈগল পরিবহনের মালিক অশোক রঞ্জন কাপুড়িয়ার বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত সদর যশোরে আর্থিক পাওনার মামলা হয়েছে। মামলা নম্বর- সি আর ১৫২৮/২২, তারিখ ০৭/০৮/২০২২। ধারা এন আই এ্যাক্টের ১৩৮ ধারা। তিনি মৃত মনোরঞ্জন কাপুড়িয়ার পুত্র। তার ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স অর্নব এন্টারপ্রাইজ যা জেস টাওয়ার ৪র্থ তলা ৩৯ এম কে রোড যশোর এ অবস্থিত। বকেয়ার পরিবমান ১৫ কোটি ২৫ লক্ষ ৪২ হাজার ৬৯৫ টাকা। মামলার বাদি ব্যাংক এশিয়া লি: যশোর শাখা এর পক্ষে দায়িত্ব প্রাপ্ত অফিসার মো: সাইফুজ্জামান, পিতা মো: সিদ্দিক হোসাইন, সহকারী অফিসার।
মামলার বিবরনে জানা যায়, ব্যাংক এশিয়া লি: এর যশোর শাখা হতে মেসার্স অর্নব এন্টারপ্রাইজের প্রোপাইটর অশোক রঞ্জন কাপুড়িয়া ২০ কোটি ৬১ লক্ষ টাকা ঋন গ্রহন করে। কিছু পরিশোধের পর আসামি পক্ষ ব্যাংক ঋনের টাকা দেওয়া বন্ধ করে দেয়। চেক প্রদানের তারিখ ১৪/০৬/২০২২। কিন্ত একাউন্টে টাকা না থাকায় ব্যাংক কর্তপক্ষ তা ডিজঅনার করে।