যশোর র্যাব ককটেলসহ টুনি শাওন হত্যা মামলার আসামি শংকরপুরের রানাকে আটক করেছে
মালিক উজ জামান, যশোর : যশোরের শংকরপুর থেকে তিনটি ককটেলসহ এক যুবককে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। সোমবার দিবাগত রাত দেড়টার পর রেল বাজারের খাঁজা বেকারী এন্ড কনফেকশনারীর সামনে থেকে তাকে আটক করা হয়। আটক রানা শংকরপুর মুরগীর ফার্মগেট এলাকার রবিউল ইসলামের ছেলে। রানা শংকরপুরের টুনি শাওন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি।
র্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার লেঃ নাজিউর রহমান জানান, মঙ্গলবার রাতে তাদের কাছে খবর আসে রেলগেট এলাকায় কয়েক যুবক নাশকতা সৃষ্টি করার জন্য হাতবোমাসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে অবস্থান করছে। র্যাবের একটি টিম তাৎক্ষনিক ওই এলাকায় অভিযান চালিয়ে রানাকে আটক করে। এ সময় শংকরপুর মুরগীর ফার্মগেট রেলওয়ে কলোনীর ইব্রাহিমের ছেলে হোসেন গাজী পালিয়ে যায়। পরে রানার কাছে থাকা একটি ব্যাগের ভেতর থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয় । এ ঘটনায় দুইজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন । র্যাব আরও জানায় রানার বিরুদ্ধে কোতোয়ালি থানায় আরও দুইটি মামলা রয়েছে।