পরমাণু চুক্তি পুনর্জীবিত নিয়ে ইইউর চূড়ান্ত খসড়া, যা বলছে ইরান
তেহরানের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের ২০১৫ সালের পারমাণবিক সমঝোতা পুনর্জীবিত করতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একটি ‘চূড়ান্ত’ খসড়া তৈরি করেছে। সোমবার এই খসড়ার বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এতে যুক্তরাষ্ট্রের প্রতি তিনটি সমস্যা সমাধানে নমনীয়তা দেখানোর আহ্বান জানিয়েছে ইরান।
২০১৫ সালের পরমাণু চুক্তি পুনর্জীবিত করতে গত ১৬ মাস ধরে পরোক্ষ আলোচনা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইইউর একজন সিনিয়র কর্মকর্তা গত ৮ আগস্ট একটি ‘চূড়ান্ত’ প্রস্তাব পেশ করে ইরানের কাছ থেকে এর জবাব পাওয়ার আশাবাদের কথাও জানান। এরপর সোমবার ইউরোপীয় ইউনিয়নের কাছে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তেহরান।
ওয়াশিংটন বলছে, ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবের ভিত্তিতে তারা ২০১৫ সালের সমঝোতায় ফিরে যেতে অবিলম্বে চুক্তি সই করতে প্রস্তুত। তবে তেহরান ইইউর প্রস্তাবের সঙ্গে আরও কিছু বিষয় যুক্ত করার কথা বলছে। তবে ইরান ঠিক কি কি বিষয় যুক্ত করার কথা বলছে তা জানানো হয়নি। সূত্র: আল আরাবিয়া