খেলা

কোহলি-রোহিতকে টি-টোয়েন্টি না রাখার ইঙ্গিত শাস্ত্রীর

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তরুণদের আরও বেশি করে সুযোগ দেওয়া উচিত। এমনটাই মনে করেন টিম ইন্ডিয়ার সাবেক হেড কোচ রবি শাস্ত্রী।

প্রসঙ্গত, ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে ভারত সেমিফাইনালেই ছিটকে গিয়েছিল। বিশ্বকাপের পর অবশ্য একাধিক টি-২০ সিরিজে হার্দিক পাণ্ডিয়াকেই অধিনায়ক নির্বাচিত করেছে ভারত। সাফল্যও এসেছে। এটাই ধারাবাহিকভাবে চাইছেন শাস্ত্রী।

তিনি বলেন, শুভমান গিল, যশস্বী জয়সোয়াল, হার্দিক পাণ্ডিয়া প্রথম তিন ব্যাটার হিসেবে থাকুক। এরপর আসুক সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, জীতেশ শর্মারা।

আবার ২০২৪ সালে হবে টি-২০ বিশ্বকাপ। তার আগে এই তরুণদের নিয়মিত খেলিয়ে দেখে নেওয়ার পরামর্শ দিলেন শাস্ত্রী। তিনি বলেন, রোহিত, কোহলিরা পরীক্ষিত। আমার মনে হয় কোহলি ও রোহিতকে টেস্ট ও একদিনের জন্য রাখা উচিত। টেস্টে অভিজ্ঞতা অনেক বেশি দরকার।

শাস্ত্রী আরও যোগ করেন, টি-২০ বিশ্বকাপ এখনও একবছর পরে। দল নির্বাচনের সময় ফিটনেস, ফর্ম দেখেই সেরা টিম নির্বাচন করা উচিত। তখন কোহলি, রোহিতরা সেই ছন্দে থাকলে অবশ্যই দলে থাকবে। তবে টি-২০ ক্রিকেটে তরুণদের আরও বেশি সুযোগ দেওয়া উচিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button