পাহাড় ধসের আগাম সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়নে চট্টগ্রামে আবহাওয়া অধিদপ্তর ও ইপসার পরামর্শকসভা অনুষ্ঠিত
আজ ৩১ ডিসেম্বর, ২০২৪ রোজ মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়াঅধিদপ্তর, চট্টগ্রাম এর সম্মেলন কক্ষে স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা (ইয়ংপাওয়ার ইন সোশ্যালএ্যাকশন) এর আয়োজনে “পাহাড়ধসেরপূর্বাভাসমূলক পদক্ষেপের জন্য কার্যকর ও অন্তভূক্তিমূলকআগামসতর্কীকরণব্যবস্থার উন্নয়নে সম্পর্কিত পরামর্শকসভা” অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়ন, সেভ দ্য চিলড্রেন এর সহায়তায়, রাইমস ‘রকারিগরি সহায়তায় বাস্তবায়িত হচ্ছে একটি প্রকল্প “Anticipatory Action for landslides Causing Displacement for Communities in Chattogram District in Bangladesh”| প্রকল্পটি চট্টগ্রাম জেলার চট্টগ্রাম সিটিকর্পোরেশন ও বাঁশখালীউপজেলায়বাস্তবায়িতহচ্ছে। উক্ত প্রকল্পের উদ্যোগে আয়োজিত পরামর্শক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবহাওয়া ও ভূপ্রাকৃতিক কেন্দ্র, চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক মো.নুরুল করিম। বিশেষঅতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আবহাওয়া ও ভূপ্রাকৃতিক কেন্দ্র চট্টগ্রামেরআবহাওয়াবিদ জনাব উজ্জ্বল কান্তিপাল, ইপসাপ্রজেক্ট ম্যানেজার সানজিদা আক্তার।
ইপসারপ্রজেক্ট অফিসার শৈতিংয়ীমারমারসঞ্চালনায়ইপসারপক্ষে স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রামম্যানেজার ড. প্রবালবড়–য়া এবংআবহাওয়া ও ভূ প্রাকৃতিক কেন্দ্র, চট্টগ্রাম ‘রসহকারীআবহাওয়াবিদ সুষ্মিতাবড়ুয়া। এর পর ইপসার পক্ষে প্রকল্পপ্রেজেন্টেশন উপস্থাপনকরেনইপসাররিসার্চ, মনিটরিংএবংইভালুয়েশনএক্সপার্ট মো. মোরশেদ হাসান মোল্লাএবংবাংলাদেশ আবহাওয়াঅধিদপ্তরের পক্ষে প্রেজেন্টেশন উপস্থাপনকরেনবাংলাদেশ আবহাওয়া ও ভূপ্রাকৃতিক কেন্দ্র চট্টগ্রাম এর আবহাওয়াবিদ জনাব উজ্জ্বল কান্তিকাল। এছাড়াও উন্মুক্ত আলোচনাপর্বে অংশগ্রহণ গ্রহণ করেন সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
মতবিনিময় সভায় প্রকল্পের মূল উদ্দেশ্য বিশেষ করে আগামবার্তা/সতর্কবার্তাকার্যকর করার মাধ্যমে তথ্য সরবরাহনিশ্চিতকরতেপ্রাতিষ্ঠানিক ও কমিউনিটিপর্যায়েসক্ষমতা বৃদ্ধিকরণ, প্রান্তিক পর্যায়েমানুষের স্থানচ্যুতির কথা বিবেচনা করে কমিউনিটি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করার মাধ্যমে পাহাড়ধসজনিত দুর্যোগপ্রস্তুতিমূলকপরিকল্পনাপ্রণয়ন, পাহাড়ধসজনিতআগামব্যবস্থা পরিকল্পনা প্রণয়নের জন্য একটি কার্যকর পদ্ধতি সৃষ্টিকরেজাতীয় দুর্যোগব্যবস্থাপনাপলিসির সাথে সম্পর্কিতহবেএবংউল্লেখিতনীতিমালা স্থায়িত্বশীলতারমাধ্যমে প্রকল্পের লক্ষ্যে অর্জনসর্বোপরি বৃষ্টিমরিমাপক/মাটির আদ্রতা পরিমাপক যন্ত্র স্থাপনের ক্ষেত্রে সার্বিক ও কারিগরি সহায়তা প্রদানে ঐক্যমত পোষণ করা হয়।
প্রধানঅতিথি বাংলাদেশ আবহাওয়া ও ভূপ্রাকৃতিক কেন্দ্র, চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক মো.নুরুল করিম জানান বাংলাদেশ আবহাওয়াঅধিদপ্তরবাংলাদেশের দূর্যোগব্যবস্থাপনায়সৃষ্টিরআদিকাল থেকে কাজকরেযাচ্ছে। বর্তমানে প্রযুক্তি সর্তকবার্তা প্রেরণ ও মানুষেরমাঝেছড়িয়েদিয়ে দূর্যোগেরক্ষয়ক্ষতিহ্রাসেপ্রচেষ্ঠাচালিয়ে তৃণমুল থেকে দেশের নীতি-নির্ধারকদের মাঝে। আবহাওয়াঅধিদপ্তরেরর্প্বূাভাষবাংলাদেশের প্রতিটিমানুষবিশ্বাস ও অনুসরণকরতেপারলেবাংলাদেশের দূর্যোগেরক্ষয়ক্ষতিহ্রাসপাবে।