মেজর জিয়াউর রহমান ও মেজর ডালিমসহ চক্রন্তকারীরা ৭৫’র ১৫ আগস্ট ষড়যন্ত্রের বাস্তবায়ন করেন- – অধ্যাপক আবদুল মান্নান
১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও জাতীয় নেতাদের হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমানের সরাসরি সম্পৃক্ততা ছিল বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। শোকাবহ ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকনোমিকসের উদ্যোক্তা অর্থনীতিবিদ ক্লাব আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি। এসময় অধ্যাপক আবদুল মান্নান বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা এবং ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা। দু’টি ঘটনায় ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ।অধ্যাপক আবদুল মান্নান বলেন, ‘১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় থেকেই খন্দকার মোস্তাক আহম্মেদের নেতৃত্বে ষড়যন্ত্র শুরু হয়।পরবর্তীতে মেজর জিয়াউর রহমান ও মেজর ডালিমসহ চক্রন্তকারীরা ৭৫’র ১৫ আগস্ট ষড়যন্ত্রের বাস্তবায়ন করেন। সে সময় তৎকালীন সেনাপ্রধান শফিউল্লাহ তার দায়িত্ব পালন করেননি। তাদের সদিচ্ছা থাকলে বঙ্গবন্ধুসহ তার পরিবারকে এভাবে নির্মম হত্যার শিকার হতে হতো না। ’ ‘এমনকি, সে সময় তারা বিচারের পথও বন্ধ করে দিয়েছিলো। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়। আজও ষড়যন্ত্রকারীরা তৎপর রয়েছে। তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সোচ্চার থাকতে হবে।
আলোচনায় সভাপতিত্ব করেন ঢাকা স্কুল অব ইকনোমিকসের উদ্যোক্তা অর্থনীতি বিভাগের সমন্বয়ক অধ্যাপক মুহম্মদ মাহবুব আলী। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার ষড়যন্ত্রের নেপথ্যের কুশীলবদের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে।আলোচনা সভায় ভারত থেকে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন অধ্যাপক সুপ্রতিম চৌধুরী। এছাড়া, আলোচনায় উদ্ধধনী আলোচক ছিলেন, ঢাকা স্কুল অব ইকনোমিকসের উদ্যোক্তা অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক রেহানা পারভিন এবং সম্মানিত আলোচক ছিলেন সারা তাসনিম। আলোচনা শেষে অতিথি, শিক্ষার্থী এবং অংশগ্রহণকারীদের ধন্যবাদ সূচক বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকনোমিকসের উদ্যোক্তা অর্থনীতি বিভাগের প্রভাষক শামিম আহমেদ।