যশোর কৃষি জোনে ৬ জেলার ৩৪০০০ কৃষককে প্রণোদনা প্রদান
মালিক উজ জামান, যশোর : চলতি মৌসুমে আমন ধানের উৎপাদন বৃদ্ধিতে যশোর কৃষি জোনের আওতায় ৬ জেলার ৩৪,০০০ কৃষককে বীজ ও সার প্রণোদনা দেয়া হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে। এর মধ্যে যশোর জেলায় ৭০০০ কৃষককে, ঝিনাইদহ জেলায় ৫০০০, মাগুরা জেলায় ৫০০০,কুষ্টিয়া জেলায় ৭০০০, চুয়াডাঙ্গা জেলায় ৫০০০ ও মেহেরপুর জেলায় ৫০০০ কৃষককে আমন উৎপাদনের জন্য এ প্রণোদনা দেয়া হয়েছে।
যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ এখলাস উদ্দিন জানান, আমন ধানের উৎপাদন বৃদ্ধিতে এ বছর ৬ জেলার মোট ৩৪০০০ কৃষককে কৃষি প্রণোদনা দেয়া হয়েছে।প্রত্যেক কৃষক প্রণোদনা হিসেবে ৫কেজি করে উচ্চ ফলনশীল জাতের আমনের বীজ, ১০ কেজি করে এমওপি (পটাশ) এবং ১০ কেজি করে ডিএপি সার পেয়েছেন। তিনি আরো জানান, প্রতি বছরের ন্যায় এবারও আমন চাষে কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে। আমনের চাল সুস্বাদু।এ চালের চাহিদা থাকায় এবং বিগত কয়েক বছরে ভালো দাম পাওয়ায় এ অঞ্চলের ৬ জেলার কৃষকরা আগ্রহ সহকারে আমনের চাষ করে আসছেন।