সিলেটে ডিএসএ কাপ টি২০ ক্রিকেট লিগ শুরু হচ্ছে মঙ্গলবার

মে ২০২৫ (বাসস) : জাতীয় দলে খেলা সিলেটের ক্রিকেটার, বিভাগীয় ও জেলা দল এবং প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগের ক্রিকেটারদের নিয়ে শুরু হচ্ছে ‘ডিএসএ কাপ টি-টোয়েন্টি ক্রিকেট লিগ’। আগামী মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। ছয়টি দলে ভাগ হয়ে সিলেটের সেরা ক্রিকেটাররা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
আজ রোববার দুপুরে সিলেট জেলা ক্রীড়া ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত জানান সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এ্যাডহক কমিটির সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন এ্যাডহক কমিটির সদস্য সচিব মো. নূর হোসেন, সদস্য, জাতীয় দলের সাবেক ফুটবলার সাহাজ উদ্দিন টিপু, নাজিম উদ্দিন সাহান, ওয়াহিদ উমায়ের ও ইয়াহিয়া ফজল।
এমরান আহমদ চৌধুরী বলেন, ‘এ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার আমরা চেয়েছি লিগ না হলেও যাতে ক্রিকেটাররা অন্তত খেলার সুযোগ পান। এই অল্প সময়ে বৃষ্টির ঝুঁকি থাকা সত্ত্বেও আমরা টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।’
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, ‘প্রথমপর্ব রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এতে প্রতিটি দল প্রত্যেক দলের বিপক্ষে খেলার সুযোগ পাবে। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগের শীর্ষ দুই দলকে নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে। বৃষ্টির মৌসুম বিবেচনায় ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘নদীর নামে ছয়টি দলের নামকরণ করা হয়েছে। সেগুলো হলো- পদ্মা প্লাটুন, মেঘনা সুপার জায়েন্ট, যমুনা ওয়ারিয়র্স, কুশিয়ারা সুপার কিংস, সুরমা গ্ল্যাডিয়েটর ও বাসিয়া টাইটানস। প্রতিটি দলের একটি পৃষ্ঠপোষক থাকবে। সে লক্ষ্যে আমরা কাজ করছি।’
তিনি বলেন, ‘সিলেটের যেসব ক্রিকেটার জাতীয় দলে প্রতিনিধিত্ব করছেন তারা খেলবেন। পাশাপাশি সিলেট জেলা ও বিভাগীয় ক্রিকেট দলের খেলোয়াড়, প্রথম ও দ্বিতীয় বিভাগের ক্রিকেটারদের নিয়ে ছয়টি দল সাজানো হয়েছে। লটারির মাধ্যমে খেলোয়াড় নির্বাচিত হয়েছে। কোচ, সহকারি কোচ ও ম্যানেজারও লটারির মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে।’
আগামীকাল বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করা হবে।