শ্রীলঙ্কার বিপক্ষে কী বদলাবে ভারতের একাদশ?
এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে একাদশে সলিড ও অলরাউন্ডার মিলিয়ে পাঁচ বোলার নিয়ে খেলেছিল রোহিত শর্মার ভারত।
ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া বল হাতে পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে খু্ব একটা সুবিধা করতে পারেননি। ঠিক ছন্দে ছিলেন না যুবেন্দ্র চাহালও। তাই শ্রীলঙ্কা বিপক্ষে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে ভারতের একাদশে আসতে পারে পরিবর্তন।
ব্যাটিং অর্ডারের প্রথম চারটি জায়গায় পরিবর্তন হওয়ার কোনও সম্ভাবনা নেই। অন্য ম্যাচের মতোই শ্রীলঙ্কার বিরুদ্ধেও ইনিংস শুরু করবেন অধিনায়ক রোহিত শর্মাই। ওপেনিংয়ে অধিনায়কের সঙ্গী হবেন সহ-অধিনায়ক লোকেশ রাহুল। পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসী মেজাজে শুরু করেছিলেন রোহিত-রাহুল। যদিও কেউই বড় রান পাননি। তিন নম্বরে নামবেন বিরাট কোহলি।
চার নম্বরে নামবেন সূর্যকুমার যাদব। পাঁচে হার্দিক, ছয় নম্বরে থাকতে পারেন দীপক হুদা। রবিচন্দ্রন অশ্বিনও আছেন ভারতের ভাবনায়। সে ক্ষেত্রে ব্যাটিং অর্ডারে পরিবর্তন হতে পারে। প্রথমবারের মতো একাদশে ফিরতে পারেন দীনেশ কার্তিক। লঙ্কার বিপক্ষে ব্যাটিং অর্ডারে সাত নম্বরে দেখা যেতে পারে তাকে। সে ক্ষেত্রে উইকেটরক্ষকের ভূমিকা পালন করবেন তিনিই। খেলতে পারেন অক্ষর প্যাটেল। তাতে বলের সাথে ব্যাটিং লাইনটাও হবে পোক্ত। আট নম্বরে নামবেন তিনি। চাহালের বদলে জায়গা পেতে পারেন তিনি।
নয় নম্বরে দেখা যেতে পারে আরেক স্পিনার রবি বিষ্ণয়ীকে। ব্যাটিং অর্ডারের শেষ দু’টি জায়গা পেসারদের। দশ নম্বরে ব্যাট করতে আসবেন ভুবনেশ্বর কুমার। পরের জায়গায় খেলতে পারেন অর্শদীপ সিং বা আবেশ খান। শ্রীলঙ্কার বিপক্ষে আবেশকেই খেলানোর কথা ভাবছেন রোহিত-দ্রাবিড়রা।