রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চলতি সপ্তাহে বৈঠকে মিলিত হবেন। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, দুই প্রেসিডেন্ট উজবেকিস্তানে বৈঠকে বসবেন।
এমন সময় শি জিনপিং-পুতিন বৈঠকে বসছেন যখন ইউক্রেনের সেনারা পূর্বাঞ্চলে পাল্টা আক্রমণ শুরু করেছে। ডজনের বেশি এলাকা পুনরুদ্ধারের দাবি করেছেন জেলেনস্কি।
সর্বশেষ বৈঠক নিয়ে চীনের একজন জ্যেষ্ঠ কূটনীতিক বলেছেন, বৈশ্বিক শৃঙ্খলা যৌক্তিক নির্দেশনায় রূপ দিতে রাশিয়ার সঙ্গে বেইজিং আগ্রহী।
সাম্প্রতিক বছরে শি জিনপিং-পুতিনকে কাছাকাছি আসতে দেখা গেছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার আগে পুতিন চীন সফর করেন। সে সময় চীনের প্রেসিডেন্ট বলেছিলেন, দুই দেশের মধ্যে সহযোগিতার কোনো সীমা নেই।
বিশ্লেষকরা মনে করেন, ইউক্রেনে আক্রমণের বিষয় জানাতেই পুতিন চীনে সফর করেছিলেন।
তাইওয়ান নিয়ে চীনের সঙ্গে এবং ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের চরম উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একাট্টা হতে চেয়েছে চীন-রাশিয়া। তবে আসন্ন বৈঠকে তাদের এজেন্ডা কী, তা জানা যায়নি।