শীর্ষ নিউজ
যশোরের বিশিষ্ট কবি কাজী নূরকে ভারতে সংবর্ধনা
মালিক উজ জামান, যশোর : ভারত-বাংলা সাহিত্য ও সংস্কৃতি সংসদ উৎসবে যশোরের বিশিষ্ট কবি কাজী নূরকে সংবর্ধনা দেয়া হয়েছে। ১২ সেপ্টেম্বর সোমবার সন্ধায় কোলকাতার সল্টলেকে ‘বিশ্ববাংলা সাহিত্য ও সংস্কৃতি সংসদ’ এর উদোগে কবি কাজী নূরকে সংবর্ধনা প্রদান এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. পবিত্র সরকার। বিশেষ অতিথি ছিলেন কোলকাতা পুলিশের যুগ্ম কমিশনার শ্রী সুজয় কুমার চন্দ, দৈনিক যুগশঙ্খ পত্রিকার সম্পাদক শ্রী বিজয়কৃষ্ণ নাথ, বরাককণ্ঠ সম্পাদক শ্রী সন্তোষ চন্দ্র, সঙ্গীতজ্ঞ পন্ডিত মল্লার ঘোষ, কথা সাহিত্যিক রাজা ভট্টাচার্য প্রমুখ। আরও উপস্থিত ছিলেন বিশ্বাবাংলা সাহিত্য ও সংস্কৃতি সংসদ সভাপতি শ্রী রবীন পান্ডে। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন অভিনেত্রী মহুয়া পৈত।