বাবার বায়োপিক নিয়ে কেন অসন্তুষ্ট শেন ওয়ার্ন কন্যা?
অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের জীবনভিত্তিক টেলিমুভি নিয়ে শুরু হয়েছে বিপত্তি। এই ছবিটিকে অসম্মাজনক বলছেন শেন ওয়ার্নের বড় কন্যা ব্রুক ওয়ার্ন।
অস্ট্রেলিয়ার নাইন নেটওয়ার্কে ধারাভাষ্যকার হিসেবে দীর্ঘ ২০ বছর কাজ করেছেন ওয়ার্ন। তার সেই কর্মস্থল মার্চে ওয়ার্ন মৃত্যুর কয়েক সপ্তাহ পরই তাকে নিয়ে একটি প্রকল্প হাতে নেয়।
নাইন নেটওয়ার্ক জানিয়েছে, দুই পর্বের এই ফিল্মটির নাম ‘ওয়ার্নি’ (শেন ওয়ার্নের আদুরে নাম)। তাকে মানানসই বা যোগ্য সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কিন্তু অসংবেদনশীল আখ্যা দিয়ে এই প্রকল্প বাতিল করার পক্ষে ওয়ার্নের পরিবার ও তার বন্ধুরা।
২৫ বছর বয়সী ওয়ার্ন কন্যা ব্রুক ওয়ার্ন ইন্টস্টাগ্রামে বলেছেন, ‘আপনাদের কারও কী বাবার প্রতি কোনো সম্মান আছে? যিনি চ্যানেল নাইনের জন্য অনেক কিছু করেছেন। মৃত্যুর মাত্র ছয় মাস না পেরোতেই আপনারা তার জীবন ও আমাদের পরিবারের জীবন চিত্রায়িত করতে চাচ্ছেন?’
শেন ওয়ার্নের জীবন যেমন বরেণ্য তেমন তিনি নানা কাণ্ডে বিতর্কিতও। তার দীর্ঘদিনের ম্যানেজার জেমস এরস্কিনও এই প্রকল্পের বিরোধিতা করেছেন আগেই।
তিনি বলেন, ‘তার মৃত্যুর কয়েক মাসও হয়নি, এর মাঝেই তারা বাঁক বদলে ভাবছে এবার সেনসেশনাল কিছু বানানো উচিত! ভালো, তাদের নিজেদের জন্য নিজেদের লজ্জিত হওয়া উচিত।’
যদিও চ্যানেল নাইন মুখপাত্র বলছে, শেষ ওয়ার্ন ও তার অর্জনকে সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। চ্যানেলটি উল্টো দাবি করেছে, তাদের এই ফিল্ম গোটা অস্ট্রেলিয়া ও ওয়ার্নের পরিবারকে গর্বিত করবে।’
এই বায়োপিকে কী থাকছে সে বিষয়ে এখনও চ্যানেল নাইন কর্তৃপক্ষ কিছুই জানায়নি। তবে ফিল্মটি ২০২৩ সালে প্রচার করা হবে।