খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ড পরিচালনার জন্য সাময়িকভাবে ভাইস-চ্যান্সেলরের (ভিসি) দায়িত্ব দেয়া হয়েছে একই বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সারোয়ার আকরাম আজিজকে।
রবিবার (১৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. মোঃ মাজহারুল আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
এতে উল্লেখ করা হয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পদ শূন্য হওয়ায় পরবর্তী ভাইস-চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সারোয়ার আকরাম আজিজকে বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ড পরিচালনার স্বার্থে সাময়িকভাবে ট্রেজারারের দায়িত্বের অতিরিক্ত ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব নির্দেশক্রমে প্রদান করা হলো।
এর আগে গত ১০ সেপ্টেম্বর খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর হিসেবে চার বছরের মেয়াদকাল শেষ করেন অধ্যাপক ড. শহিদুর রহমান খান।