নওয়াপাড়ায় বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব স্মরণে ফ্রি চিকিৎসা ও খাবার বিতরণ
মালিক উজ জামান, যশোর : বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে যশোর মেডিকেল কলেজের গাইনি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. নিকুঞ্জ বিহারী গোলদার অভয়নগরের রাজঘাট বন্ধু কল্যাণ ফাউন্ডেশন ও নওয়াপাড়া বাজারে এল বি টাওয়ারের উদ্যোগে দেড়শতাধিক মায়েদের মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছেন।
মঙ্গলবার ২০ সেপ্টেম্বর দুপুর ১২টায় অভয়নগর উপজেলার উদীচীর সভাপতি সুনীল দাসের সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন বন্ধু কল্যাণ ফাউন্ডেশন রাজঘাট শাখার পরিচালক গোলাম ইয়াহিয়াা খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. নিকুঞ্জ বিহারী গোলদার। ফ্রি মেডিকেল ক্যাম্প শেষে উপজেলার নওয়াপাড়া রেল কোলোনিতে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন সুনিল কুমার দাস, কল্যান কুমার দাস, মহুয়া বনিক, রবীন্দ্রনাথ বনিক, মনিরুল ইসলাম, মারুফ হোসেন, ইয়াছিন বিশ্বাস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপস্থিত সকলে ডাক্তার নিকুঞ্জ বাবুর এহেন সেবায় ভূয়সী প্রশংসা ও দোয়া করেন। একজন রোগী বলেন এত বড় ডাক্তার বাবু আমাদের এখানে এসে বিনামূল্যে যে সেবা দিলেন আমরা ডাক্তার বাবুর কাছে চির কৃতজ্ঞ। ডা.নিকুঞ্জ বলেন আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। আমি বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে আমার বাকি জীবনটা মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই আপনারা আমাকে আশির্বাদ করবেন আমি যেন আরো বড় পরিসরে আপনাদের সেবা দিতে পারি।