আঞ্চলিকসংগঠন সংবাদ
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে বিখ্যাত সাধক পুরুষ জঙ্গলি পীর শাহ্ এর মাজার পরিদর্শন ও শ্রদ্ধা জ্ঞাপন করেন নেতৃবৃন্দ
আজ শনিবার (২৪ সেপ্টেম্বর ২০২২) বিকাল চারটায় উপমহাদেশের বিখ্যাত ঢোলবাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও দেশের অন্যতম সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র উদ্যোগে চট্টগ্রামের পশ্চিম কাঞ্চনা মনুফকির হাট সংলগ্ন পাহাড়ি জনপদের বিখ্যাত সাধক পুরুষ জঙ্গলি পীর শাহ্ এর মাজার পরিদর্শন ও শ্রদ্ধা জ্ঞাপন করেন লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক কবি ও সাহিত্যিক শিল্পী শ্রী বিপ্লব জলদাস, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সংগীত শিল্পী বিধান দাস, কোষাধ্যক্ষ ঢোলবাদক শিল্পী দোলন জলদাশ, সংগঠনের সদস্য শিক্ষানুরাগী দিপা দাস, বিটন দাস, সুইটি জলদাস, সৌরভী দাস, পূরবী দাস প্রমূখ।
ছবির ক্যাপশন : বিখ্যাত সাধক পুরুষ জঙ্গলি পীরের মাজার পরিদর্শন ও শ্রদ্ধা জ্ঞাপন করেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নেতৃবৃন্দ।