রোমান-অনন্যা এখন মুন্না-হাসনা, দামালের প্রথম গান প্রকাশ্যে
‘পরান’ সিনেমার বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজের রসায়ন ফের বড় পর্দায়। ‘দামাল’ ছবিতে জুটি হয়েছেন তারা। ‘পরান’ ছবির পরিচালক রায়হান রাফি ‘দামাল’ ছবিটি নির্মাণ করেছেন। এরইমধ্যে ছবিটির ‘ঘুরঘুর পোকা’ নামের একটি গান মুক্তি পেয়েছে। ‘দামাল’ ছবিতে ফুটবল খেলোয়াড় মুন্নার চরিত্রে দেখা গেছে রাজকে। তার স্ত্রী হাসনার ভূমিকায় অভিনয় করেছেন মিম।
‘ঘুরঘুর পোকা’ গানের লিঙ্ক শেয়ার করে রায়হান রাফি ফেসবুকে লিখেছেন, ‘রোমান-অনন্যা এখন মুন্না-হাসনা। আমাদের এর প্রথম গান ‘ঘুরঘুর পোকা’। দামাল আগামী ২৮ অক্টোবর মুক্তি পাবে আপনাদের কাছের প্রেক্ষাগৃহে’।
‘ঘুরঘুর পোকা’ গানটি লিখেছেন রাসেল মাহমুদ, সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি। গানটিতে কণ্ঠ দিয়েছেন মমতাজ বেগম।
‘দামাল’ ছবিটিতে আরও চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুমিত সেনগুপ্ত, শাহনাজ সুমি, ইন্তেখাব দিনার, কায়েস চৌধুরী, রাশেদ মামুন অপু, সাঈদ বাবু, নাসির উদ্দিন খান, সামিয়া অথৈ, পূজা এবং সারওয়াত আজাদ বৃষ্টি।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা ফুটবল দলের সত্যি ঘটনায় অনুপ্রাণিত ‘দামাল’ সিনেমার চিত্রনাট্য। গল্পটি লিখেছেন ফরিদুর রেজা সাগর। নিজের প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যানারে তিনিই এটি প্রযোজনা করেছেন।