সিএনজিতে ফেলে আসা যাত্রীর মোবাইল ফোন ট্রাফিকের উদ্ধার
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর দামপাড়া দিয়ে যাওয়ার পথে হুমায়ুন কবির তার এন্ড্রয়েড মোবাইল ফোনটি সিএনজিতে ফেলে গেলেও ট্রাফিক পুলিশের সহায়তায় ফেরত পেলেন। প্রযুক্তির সহায়তায় সিএনজি সনাক্ত করে ফোনটি উদ্ধার করেছেন বলে জানালেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক (দক্ষিণ) বিভাগের টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমা।
ঘটনা সুত্রে জানা যায়, গত ০৪ অক্টাবর সকাল সাড়ে ১০ টায় হুমায়ুন কবির নামে এক যাত্রী তার মোবাইলটি সিএনজি গাড়িতে ফেলে চলে যান। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পরের দিন বিকালে কাজীর দেউড়ি ট্রাফিক পুলিশ বক্সে দায়িত্বরত সার্জেন্ট নাজমুল আলম সিদ্দিকীর শরনাপন্ন হন।
বিষয়টি জেনে ট্রাফিক পুলিশ উনার অবস্থানের বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে সিএনজি চট্ট মেট্রো থ-১৩-২২৫৭ গাড়িটি সনাক্ত করেন। পরে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন ও টিআই প্রশাসন অনিল বিকাশ চাকমাকে বিষয়টি অবগত করেন।
এবং তাঁদের নির্দেশে পুলিশ সদস্য শাহীন হোসেন এর সহযোগীতায় ডিজিটাল ব্যবস্থাপনার অংশ ‘আমার গাড়ি নিরাপদ এ্যাপসের’ মাধ্যমে সিএনজি চালক কে খুঁজে বের করে তার নিকট হতে জনৈক হুমায়ুন কবির এর হারানো মোবাইলটি উদ্ধার করে ফেরত দেন।
ফোনটি ফেরত পেয়ে চাকরিজীবী হুমায়ুন কবির ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার ও টিআই প্রশাসন, টিআই আন্দরকিল্লা এবং সার্জেন্ট নাজমুল আলম সিদ্দিকীসহ সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।