রোমাঞ্চকর ম্যাচে নেদারল্যান্ডসের জয়
মাত্র ১২২ রানের লক্ষ্যে নেমে সহজ জয়ের পথেই এগোচ্ছিল নেদারল্যান্ডস। ৬ ওভারে বিনা উইকেটে পঞ্চাশ করার পর ১০০-তে পৌঁছায় ১৬তম ওভারে। উইকেট নেই দুটি। জয় তখন সময়ের ব্যাপার। কিন্তু নামিবিয়া ছেড়ে কথা বলেনি। ৭ বলে মাত্র ২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেয় তারা। তাদের বুক চিতিয়ে করা লড়াই শেষ পর্যন্ত সফল হয়নি। ৩ বল হাতে রেখে ডাচরা জিতে গেছে ৫ উইকেটে।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডের তিন ম্যাচের সবগুলো হারা ডাচরা এবার নামিবিয়াকে হারিয়ে প্রতিশোধ নিলো। গত বছর ৬ উইকেটে তাদের কাছে হেরেছিল নেদারল্যান্ডস। এবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে রোমাঞ্চ ছড়িয়ে জিতেছিল প্রথম ম্যাচে। তিন দিনের মধ্যে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে সেই ডাচরা পাত্তাই দিলো না নামিবিয়াকে।
টানা দুটি ম্যাচ জিতে সুপার টুয়েলভে এক পা দিয়ে রাখলো নেদারল্যান্ডস। ২০১৪ সালে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট খেলেছিল তারা। চট্টগ্রামে ওইবার চমক দেখিয়েছিল সুপার টেনে ইংল্যান্ডকে হারিয়ে।