পিরোজপুরে ঝড়ো হাওয়া ও বৃষ্টি
ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে পিরোজপুরে শুরু হয়েছে ঝড়ো হাওয়া ও বৃষ্টি। পানি বৃদ্ধি না পেলেও জেলার ইন্দুরকানী, ভান্ডারিয়া, মঠবাড়িয়াসহ বিভিন্ন উপজেলায় গাছ উপড়ে পড়ার মতো ঘটনা ঘটেছে।
আজ সকাল থেকে পিরোজপুরের বিভিন্ন উপজেলায় খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া যায়।
এদিকে জেলা প্রশাসন থেকে পিরোজপুরে প্রস্তুত করা হয়েছে ২৬০টি সাইক্লোন শেল্টার। যেখানে ১ লক্ষ ৫৩ হাজার ২৫০ জন মানুষ আশ্রয় নিতে পারবে। এছাড়া ১৭৯টি প্রাথমিক বিদ্যালয় প্রস্তুত আছে যেখানে আরও ১ লক্ষ ২৮ হাজার ২৫০জন মানুষ বিপদের সময় আশ্রয় নিতে পারবে। তাদের জন্য প্রাথমিক পর্যায়ে ২ হাজার প্যাকেট শুকনা খাবার, ২৫০ মেঃটঃ চাল ও নগদ ১ লক্ষ টাকা প্রস্তুত রাখা হয়েছে। এখন পর্যন্ত কোন হাতে খবর না থাকলেও কৃষি ক্ষেত্রে কিছু হয় ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, ঘূর্ণিঝড় ‘সিত্রাং মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।