ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ : সারা দেশে ১০ হাজার বাড়িঘর লণ্ডভণ্ড
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’য়ের প্রভাবে সারা দেশের ৪১৯টি ইউনিয়নের প্রায় ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। মঙ্গলবার (২৫ অক্টোবর) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ডা. মো. এনামুর রহমান জানান, সাত হাজার আশ্রয়কেন্দ্রে উপকূলের প্রায় ১০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছিলো। ঘূর্ণিঝড়ের কারণে ৬ হাজার হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, ঘূর্ণিঝড় শেষে মধ্যরাত থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। সকালের মধ্যে সবাই আশ্রয়কেন্দ্র ত্যাগ করেছেন।
তিনি জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বয়ে যাওয়া ঝোড়ো হাওয়ায় ভেঙে পড়া গাছের নিচে চাপা পড়ে এবং দেয়াল ধসে ৯ জনের মৃত্যৃ হয়েছে।
বিদ্যুৎ বিচ্ছিন্ন ৮০ লাখ গ্রাহক
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’য়ের প্রভাবে সারা দেশে এখনও ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকালের মধ্যে ৭০ শতাংশ বিদ্যুৎ ফিরিয়ে আনা যাবে।
এছাড়া বুধবার (২৬ অক্টোবর) দুপুরের মধ্যে শতভাগ কানেক্ট দেয়া যাবে বলেও জানান প্রতিমন্ত্রী।
নসরুল হামিদ বলেন, উপকূলে আঘাত হানা সিত্রাংয়ে বিদ্যুৎ অবকাঠামোয় ব্যাপক ক্ষতি করেছে। প্রায় ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন আছেন। ট্রান্সমিশনে আঘাত হয়নি। আঘাত হয়েছে ডিস্ট্রিবিউশনে। অনেক পোল ভেঙে গেছে। গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।