সৌদি আরব আল কাসিম বুরাইদায় বাংলাদেশ দূতাবাসের কনস্যুলেট সেবা প্রদান
সৌদি আরব প্রতিনিধি ঃ ৪ নভেম্বর শুক্রবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সৌদি আরব রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আল কাসিম বুরাইদায় বসবাসরত বাংলাদেশিদের কনস্যুলেট সেবা প্রদান করা হয়েছে।
৫ নবেম্বর শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত আল কাসিম বুরাইদা বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল ক্যাম্পাসে পাসপোর্ট রিইসু, রি-নিউ, আউট পাস, প্রবাসী কল্যাণ সেবা, সোনালী ব্যাংক একাউন্ট খোলার ব্যাপারে সেবা প্রদান করা হয়। প্রতি তিন মাস অন্তর এই সেবা দেয়া হয় বলে জানান।
প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলেট সেবা প্রদান করেন পাসপোর্ট উইংয়ের কাউন্সেলর জামিরুল ইসলাম, লেবার উইংয়ের দ্বিতীয় সচিব মহসিন আল ফারুক।
সেবা প্রদান সহযোগিতায় ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা আল আমিন, আবদুল্লাহ, সাইফুল ইসলাম, মাসুম বেপারী, সোনালী ব্যাংক কর্মকর্তা ফিরোজ আহমেদ, রিয়াদ বাংলাদেশ দূতাবাস অনুমোদিত
প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি ( EDC) এর মার্কেটিং ডিরেক্টর মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, বুরাইদা শাখা ব্যবস্থাপক রুবেল সরকার, শাহিন সরদার প্রমুখ।
রিয়াদ বাংলাদেশ দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি অফিসের মাধ্যমে বুরাইদা শাখা অফিসে প্রতিদিন প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট রিইসু, রি-নিউ, জন্মনিবন্ধন সহ যাবতীয় সেবা প্রদান করা হয়।
প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকার প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি সেবা চালু করেছে। যাতে করে প্রবাসীরা কাজের ফাঁকে সকাল – বিকেল সেবা গ্রহণ করতে পারেন।