প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ; অস্ট্রেলিয়ার টেস্ট দলে হ্যারিস
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার টেস্ট দলে ডাক পেলেন ওপেনিং ব্যাটসম্যান মার্কাস হ্যারিস। মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ইংল্যান্ডের বিপক্ষে গত বছরের অ্যাশেজ সাফল্যে দলের সঙ্গী ছিলেন হ্যারিস। কিন্তু জুলাইতে অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফরে বাদ পড়েনে তিনি। ডেভিড ওয়ার্নারের সঙ্গে উদ্বোধনী জুটিতে দেখা যায় উসমান খাজাকে।
নির্বাচক চেয়ারম্যান জর্জ বেইলি বলেছেন, ‘শেফিল্ড শিল্ড মৌসুমে শক্তিশালী শুরু ও ইংলিশ কাউন্টিতে গ্লুস্টারশায়ারের হয়ে ধারাবাহিক পারফর্ম করে মার্কাস হ্যারি জায়গা ফিরে পেয়েছে।’ অন্যদিকে অস্ট্রেলিয়ার ঘরোয়া শেফিল্ড শিল্ড প্রতিযোগিতায় বাজে ফর্মে থাকলেও জায়গা হারাননি হেড।
মাত্র ১৩ জনের দল থেকে বাদ পড়েছেন ফাস্ট বোলার মাইকেল নেসের ও ঝাই রিচার্ডসন, লেগ স্পিনার মিচেল সুয়েপসন।
উইন্ডিজের বিপক্ষে টেস্ট স্কোয়াড:
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড:
প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।