বিনোদনসংগঠন সংবাদ
চারুকলার আয়োজনে জবিতে নবান্ন উৎসব
‘নবান্নের নতুন ধানে, হাসি ফুটুক সকল প্রাণে’ এই স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সীমিত আয়োজনে উদযাপিত হয়েছে বাঙালির ঐতিহ্যবাহী ‘নবান্নোৎসব ১৪২৯’।
বুধবার বিকালে চারুকলা বিভাগ প্রাঙ্গণে শিক্ষক -শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে এই উদযাপন করা হয়।
আয়োজনের শুরুতে বিভাগের শিক্ষক শিক্ষার্থীরদের বাঁশি ও একতারাসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের ঐক্যতান ও পিঠাপুলির গন্ধে ভরে যায় পুরো চারুকলা বিভাগ। চিরচেনা গ্রামীণ উৎসবের আমেজ নেয় চারুকলা প্রাঙ্গণ। এরপর নাচ-গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে স্বাগত জানানো হয় নবান্নকে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বরণ করা হয় গ্রামীণ জনপ্রিয় বিভিন্ন পিঠা-পুলি দিয়ে।
এসময় শিক্ষার্থীরা নিজেদের তৈরি নানা রকমের পিঠাপুলির পসরা সাজিয়ে গ্রাম- বাংলার ঐতিহ্যে নিজেদের সাজিয়ে তুলেন রংবেরঙের সাজে।