মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান কাতারে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন। দুই প্রেসিডেন্ট এই ঘটনাকে ‘দ্বি-পাক্ষিক সম্পর্কের আরম্ভ’ হিসেবে অভিহিত করেছেন।
মিশর ও তুরস্কের মধ্যে গত কয়েক বছর ধরে উত্তেজনা বিরাজ করছিল। ফিফা বিশ্বকাপ উপলক্ষে দুই দেশের প্রেসিডেন্টের মিলিত হওয়ার ব্যবস্থা করে কাতার।
২০১৩ সালে মিশরের মুসলিম ব্রাদারহুডের নেতা ও তৎকালীন মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাত করে ক্ষমতা দখল করে আব্দেল ফাত্তাহ আল সিসি। এরদোয়ান মুরসিকে ব্যাপক সমর্থন দিতেন। এই ঘটনায় মিশর ও তুরস্কের মধ্যে উত্তেজনা শুরু হয়।
উত্তেজনা প্রশমনে দুই দেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাপর্যায়ে আলোচনা শুরু করে। সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় মিশরের কর্মকর্তারা বাড়তি সতর্কতা অবলম্বন করে। গত জুলাইয়ে এরদোয়ান বলেন, দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনা না হওয়ার কোনো কারণে নেই। সূত্র: আল আরাবিয়া