জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশের হতদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তন করাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনের মূল দর্শন। দেশের মানুষের জন্য সংগ্রামের সাথে শেখ হাসিনার একাত্মতা, তার জীবন ও ব্যক্তিত্বের বিভিন্ন দিক -‘শেখ হাসিনা- সংগ্রামী জীবন’ বইটিতে স্থান পেয়েছে, যা প্রশংসার দাবি রাখে।’
জাতীয় সংসদ ভবনের এলডি হলে মঙ্গলবার ‘শেখ হাসিনা- সংগ্রামী জীবন’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন গ্রন্থের সম্পাদক ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। এ গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মিল্টন বিশ্বাস, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের মতো প্রজ্ঞাবান রাজনীতিকের ঘরে জন্ম নেওয়া শেখ হাসিনা, বাবা-মায়ের কাছ থেকেই রাজনৈতিক শিক্ষাগ্রহণ করেছেন। তাই মানুষের প্রতি রয়েছে তার অকৃত্রিম ভালোবাসা।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের উত্তরাধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বজন হারানোর বেদনা নিয়ে তার স্বদেশ প্রত্যাবর্তন, যা আমাদের জাতীয় জীবনের টার্নিং পয়েন্ট। সেখান থেকে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা, বাহাত্তরের সংবিধানের মূলনীতি প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নেতৃত্ব দেন। তার হাত ধরেই এদেশে গণতন্ত্রের পুনরূদ্ধার। যুদ্ধাপরাধীদের বিচারকার্য সম্পাদন, দেশকে আইনের শাসনের মূল ধারায় ফিরিয়ে আনা তার সংগ্রামী জীবনের অংশ।’