খেলা
অঘটনের অপেক্ষায় তিউনিসিয়া
জমে উঠেছে বিশ্বকাপ মঞ্চ। অস্ট্রেলিয়া ও ডেনমার্ককে হারিয়ে সবার আগে কাতার বিশ্বকাপের নকআউট নিশ্চিত করেছে ফ্রান্স। বিশ্ব চ্যাম্পিয়নরা বুধবার আল রায়ানের এডুকেশন স্টেডিয়ামে নামবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। বাংলাদেশ সময় রাত ৯টায় তাদের প্রতিপক্ষ তিউনিসিয়া, অঘটন ঘটিয়ে প্রথমবার নকআউটে ওঠার সুযোগ আফ্রিকানদের সামনে।
‘ডি’ গ্রুপে দুই ম্যাচই জিতে ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে ফ্রান্স। বিশ্বকাপে টানা ছয় ম্যাচ জেতা দলটির গ্রুপসেরা হতে আর একটি পয়েন্ট দরকার। তবে জয় ভিন্ন অন্য চিন্তা করছে না বিশ্ব চ্যাম্পিয়নরা। তিউনিসিয়াকে হারাতে পারলে বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডে দ্বিতীয় সেরা দল ইতালিকে ছোঁবে ফরাসিরা।