আঞ্চলিকসংগঠন সংবাদ
কুরাংগিরি (খরনা) দাশপাড়া আয়োজিত মহোৎসব কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নেতৃবৃন্দ
চট্টগ্রামের পটিয়া কুরাংগিরি (খরনা) দাশপাড়া আয়োজিত মহোৎসব পরিদর্শন ও আয়োজক কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নেতৃবৃন্দ
আজ মঙ্গলবার ২৯ নভেম্বর ২০২২ সন্ধ্যায় চট্টগ্রামের পটিয়া কুরাংগিরি (খরনা) দাশপাড়া আয়োজিত শ্রী শ্রী গৌর গোবিন্দ সেবাশ্রম দামোদর মাস সমাপন উপলক্ষে ২৩তম সার্বজনীন অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী মহানামযজ্ঞ মহোৎসব পরিদর্শন করেন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও দেশের অন্যতম সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী শ্রী বিপ্লব জলদাস, সহ-সাধারণ সম্পাদক সংগীত শিল্পী বিধান দাস, কোষাধ্যক্ষ দোলন জলদাশ, আরো উপস্থিত ছিলেন উক্ত উৎসব কমিটির
সভাপতি রণধীর দাশ, সাধারণ সম্পাদক হরিদাস, শ্যামল দাস, অধীর দাস, শিপন দাস, আকাশ দাস,
বাবলু দাস, সাধন দাস, অন্তর দাস ও বিভিন্ন নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
ছবির ক্যাপশন : চট্টগ্রামের পটিয়া কুরাংগিরি (খরনা) দাশপাড়া আয়োজিত মহোৎসব প্রদর্শন করছেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ