চিত্রামোড়ে তালা মেরে ঘর দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মালিক উজ জামান, যশোর : যশোর শহরের প্রানকেন্দ্র চিত্রামোড়ে সন্ত্রাসীরা তালা মেরে একটি মোবাইল কোম্পানির ঘর বন্ধ করে রেখেছে। ঐ ঘরে কোম্পানিটির লক্ষ লক্ষ টাকার প্রয়োজনীয় মালামাল রয়েছে। মালিক পক্ষ ঐ ঘরের তালা ভাঙতে উদ্যত হলে পুলিশ উল্টো তাদের ধরে থানায় নিয়ে যায়। মঙ্গলবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন ঘর মালিক আব্দুল হামিদ। এসবের সমাধানে জমি মালিকরা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আব্দুল হামিদের চাচাতো ভাই জমি মালিক নুর আলম।
ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার বারবাজার ঝনঝনিয়ার বাসিন্দা আব্দুল হামিদ জানান, চিত্রামোড় এলাকায় তাদের মূল্যবান পাঁচ শতক জমির অবস্থান। আপন চাচাতো ভাইবোন মিলে ১৮জন ওয়ারেশ জমিটির। ঢাকার নদী বাংলা রিয়েল স্টেট লিঃ এর নামে তাদের একটি চুক্তি হয়। ঐ চুক্তি অনুযায়ি উভয় পক্ষের মালিকানা অর্ধেক হারে। চুক্তি অনুযায়ি ৩৬ মাসের মধ্যে ৯তলা ভবন নির্মাণের কথা। প্রাকৃতিক দূর্যোগে এ সময় ৬ মাস বাড়তে পারে। কিন্ত ১০ বছরেও নির্মান সম্পন্ন হয়নি। এ কারনে চুক্তি বাতিলের মামলা করেন জমির মালিকরা ১৯/০৯/২০২২ তারিখে। কিন্ত সেসব নিয়ম নীতি না মেনে নদী বাংলা রিয়েল স্টেট লিঃ এর মালিক জাহাঙ্গীর আলম জমি মালিকদের ভাগ্নে মোস্তাফিজুর রহমান কবিরকে চারটি মামলায় ফাঁসিয়ে দিয়েছে। এরই অংশ হিসাবে গত ১০ ডিসেম্বর জাহাঙ্গীর আলমের পক্ষে সন্ত্রাসীরা তালা মেরে দেয় একটি কক্ষে। সেখানে মোবাইল কোম্পানীর মালামাল রক্ষিত রয়েছে। তালা ভাঙতে গেলে পুলিশ জমি মালিকদের ধরে থানায় নিয়ে যায়। এর আগেও তাদের ভাগ্নে কবীর কে পুলিশ চার দফা আটক করে বলে মামা আব্দুল হামিদ অভিযোগ করেন।
জমি মালিকরা এখন আর নদী বাংলা রিয়েল স্টেট লিঃ এর সাথে কোন আর্থিক সম্পর্কে জড়াতে চাচ্ছেন না।