সাম্রাজ্যবাদী আমলে দাসপ্রথা ও দাস বেচা-কেনায় নেদারল্যান্ডসের ন্যাক্কারজনক ভূমিকার বিষয়ে ক্ষমা চেয়েছেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে। তিনি তার সরকারের পক্ষ থেকে এই ক্ষমা চান।
মার্ক রুটে বলেন, ‘আজ আমি ক্ষমা চাচ্ছি।’ ২০মিনিটের ওই ভাষণে তিনি আরও বলেছেন, এই ঘটনায় কেবল ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়।
তার মতে, ‘এটা অর্থনৈতিক বিষয়ও। ক্ষমা প্রার্থনা হচ্ছে কেবল কথা এবং এই কথা দিয়ে আপনি কিছুই কিনতে পারবেন না।’
তবে ক্ষমা চাইলেও দাসপ্রথার নির্মমতার শিকার হওয়া মানুষদের পরিবার ও পরিজনকে আপাতত ক্ষতিপূরণ দিতে পারছে না ডাচ সরকার। সে বিষয়টিও নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী রুটে।
তবে দাসপ্রথার শিকার হওয়া মানুষদের সাহায্য করতে, এই কারণে অনগ্রসর হওয়া মানুষদের মাঝে শিক্ষাসহ নানা ইতিবাচক বিষয়ের বিস্তার ঘটাতে ২০০ মিলিয়ন ইউরোর তহবিল গঠন করা হয়েছে।
ডাচ প্রধানমন্ত্রীর মতে, ৬ লাখের বেশি আফ্রিকার মানুষকে (নারী, পুরুষ ও শিশু) নেদারল্যান্ডসের ব্যবসায়ীরা পশুর মতো নিয়ে এসেছিল। এই ঘটনাকে কদর্য, বেদনাদায়ক ও লজ্জাজনক বলে অ্যাখ্যা দিয়েছেন তিনি।