সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনলাইনে বদলির আবেদন আজ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হচ্ছে।
বুধবার শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইরাব) নেতাদের সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।
এ সময় ইরাব সভাপতি অভিজিৎ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক আকতারুজ্জামানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ফরিদ আহাম্মদ বলেন, এবারই প্রথম অনলাইনে শিক্ষক বদলির আবেদন নেওয়া হয়েছে। এতে প্রায় ২৫ হাজার আবেদন পড়েছিল। এর মধ্যে ২৩ হাজার আবেদন নিষ্পত্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) থেকে আবারও অনলাইনে বদলির আবেদন শুরু হবে, যা চলবে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত। ২৭ তারিখেই বদলি সংক্রান্ত আদেশ জারি করা হবে।