
এবার ফিলিপাইনের চার সামরিক ঘাঁটিতে প্রবেশাধিকার পেয়েছে যুক্তরাষ্ট্র। তাইওয়ান ঘিরে দক্ষিণ চীন সাগরে চীনের ওপর নজরদারি রাখতেই ফিলিপাইনের সাথে এই চুক্তিতে পৌঁছাল মার্কিনিরা।
এই চুক্তির মাধ্যমে ওয়াশিংটন চীনের ওপর আরও জোরালো নজরদারি করতে পারবে। আগে দক্ষিণ কোরিয়া, জাপান ও উত্তর অস্ট্রেলিয়া থেকে নজরদারি করলেও ফিলিপাইনের দিকটা ছিল ফাঁকা।
তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর ঘেঁষা ফিলিপাইন যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ। এর আগেও ইনহ্যান্স ডিফেন্স কোঅপারেশন চুক্তির আওতায় ফিলিপাইনরে সামরিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সীমিত যাতায়াত ছিল। নতুন চুক্তির আওতায় সেই প্রবেশাধিকারে সীমা আরও বাড়ছে।
সূত্র: বিবিসি