সুনামগঞ্জে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে সমৃদ্ধি মেলা অনুষ্ঠিত
সুনামগঞ্জ প্রতিনিধি আল হেলাল :
সুনামগঞ্জে এনজিও সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এর উদ্যোগে সমৃদ্ধি মেলা ২০২৪ইং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুন) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেরীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ্ই মেলা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেত্রী নিগার সুলতানা কেয়া এই মেলার উদ্বোধন করেন। এ সময় পদক্ষেপের এরিয়া ম্যানেজার ও সিনিয়র ব্যাবস্থাপক বিশ্বজিত দাস,সুরমা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাজেদা আক্তার,ইউপি মেম্বার মঙ্গল মিয়া,শিক্ষানুরাগী সিরাজুল ইসলাম সিরাজ,পদক্ষেপ সুরমা ব্রাঞ্চের ম্যানাজার মোঃ বাদল হোসেন,সমাজ উন্নয়ন কর্মকর্তা (এসডিও) মোঃ জাহিদুল ইসলাম,জাকির হোসেন পাভেল,পদক্ষেপ এর স্বাস্থ্য কর্মকর্তা সনেট রায় ও দিপংকর মালাকারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। মেলায় প্রতিষ্ঠানটির সমৃদ্ধি কর্মসুচির আওতায় একটি করে প্রবীণ স্টল,ডায়াবেটিস ও ব্লাড প্রেসার চেকআপ স্টল,সফল আইজিএ সব্জী স্টল,পিঠা স্টল ও কুটির শিল্প স্টল নামে মোট ৫টি স্টল বসে। এতে বিভিন্ন উদ্যোক্তারা তাদের তৈরী পণ্য বিক্রি করার পাশাপাশি স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন। এছাড়াও ২৫টি ইভেন্টে ক্রীড়া সংস্কৃতিসহ বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করা হয়। নবীন প্রবীণের মধ্যে আকর্ষনীয় ফুটবল প্রতিযোগীতায় ৩-২ গোলে জয়লাভ করে প্রবীন দল। পরে বিভিন্ন ক্যাটাগরীতে সক্রিয় অবদানের অংশ হিসেবে ৫ ব্যক্তিকে প্রবীণ সম্মাননা,৪ জনকে শ্রেষ্ট সন্তান সম্মাননা,এক যুবককে আইজিএ সদস্য সম্মাননা, একজন নারী উদ্যোক্তাকে বিশেষ উদ্যোক্তা সম্মাননা, আরেককজন সফল নারীকে স্বাবলম্বী সঞ্চয়ী সদস্য হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি ২ জন পঙ্গু বিকলাঙ্গ ব্যক্তিকে প্রদান করা হয় ২টি হুইল চেয়ার।