চাবি ফেরত পাওয়ার পরে চবির শাটলে ছিনতাই, নিয়ে গেলো আইফোন
ছাত্রলীগ চাবি নিয়ে যাওয়ার পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটলে ছিনতাইয়ের ঘটনা ঘটলো। কয়েকজন অপরিচিত ব্যক্তি শাটলে থাকা দ্বিতীয়বর্ষের এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করে নিয়ে গেছে আইফোন-১৪ ও টাকা-পয়সা। এসময় শাটলে কোনো রেলওয়ে পুলিশ ছিল না বলে ভুক্তভোগীর অভিযোগ।
গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দেওয়ান হাট রেলক্রসিং এলাকায় ট্রেন থামলে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী মার্কেটিং বিভাগের দ্বিতীয়বর্ষের।
ভুক্তভোগী শিক্ষার্থী মো. সাদাত আল সামী বলেন, ‘আমি বাড়িতে যাওয়ার উদ্দেশে বের হই। স্টেশন থেকে শাটলে ৮টার দিকে শাটলে বটতলী স্টেশনে যাচ্ছিলাম। এদিন ছাত্রলীগের একাংশ কর্তৃক শাটল অবরোধ হওয়ায় সাড়ে পাঁচটার শাটল বিলম্বে সাড়ে ৮ টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে যায়। শাটলে শিক্ষার্থীর সংখ্যা কম ছিলো। আমার বগিতে যারা ছিলো তাদের সবাই ষোলশহর স্টেশনে নেমে যাওয়ায় আমি বগি পরিবর্তন করি।’
‘সেখানে ৫-৬ জনের মতো ছিলো তারাও ঝাউতলা স্টেশনে নেমে যাওয়ায় বগিতে আমি একা হয়ে গিয়েছিলাম। পরবর্তী দেওয়ান হাট রেলক্রসিং এলাকায় শাটল থামলে মাস্ক পরিহিত ৬-৭ জন ছেলে এসে আমার পেটে ছুরি ধরার পাশাপাশি আমাকে কিল-ঘুষি মেরে আমার ‘আইফোন (১৪)-সহ একটি বাটন ফোন এবং টাকা-পয়সা নিয়ে তারা পালিয়ে যায়। তারা চলে যাওয়ার পরে খুলশি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে চলে যাই।’
ভুক্তভোগী এ শিক্ষার্থী আরো বলেন, ‘শাটলে কোনো নিরাপত্তা কর্মী ছিল না তখন। আমি একা হয়ে গিয়ে রেলওয়ে পুলিশকে অনেক খুঁজেও পাইনি। সাড়ে পাঁচটার শাটল রাত ৮টার দিকে ছাড়ায় এসময় শাটলে শিক্ষার্থীদের সংখ্যা ছিল কম।’
এ বিষয়ে সহকারী প্রক্টর শহিদুল হক বলেন, ‘আমরা বিষয়টা সম্পর্কে পরে জেনেছি। এ বিষয়ে রেলওয়ে থানাকে ইনফর্ম করা হয়েছে। তারা পরবর্তী পদক্ষেপ নিবে আমরাও সর্বোচ্চ সহযোগিতা করবো।’
উল্লেখ্য, নিজেদের পছন্দের প্রার্থী নিয়োগ না পাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিসি কার্যালয়ে ভাঙচুরের পর মঙ্গলবার শাটল ট্রেন আটকে চাবি নিয়ে যায় শাখা ছাত্রলীগের কর্মীরা। সেদিন শহর অভিমুখে রওনা করা শাটল অবরোধ করে সংগঠনটির নিষিদ্ধ বগিভিত্তিক উপগ্রুপ কনকর্ড অনুসারীরা। তখন ফতেয়াবাদ রেল স্টেশনে ট্রেনটি পৌঁছালে অবরোধকারীরা চাবি নিয়ে চলে যান। এতে বিপাকে পড়েন শহরগামী হাজারো শিক্ষার্থী।