জার্মানি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক-সিরীয়দের সাময়িক ভিসা প্রদানের ঘোষণা দিয়েছে। দেশটিতে বসবাসরত তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের স্বজনেরা এই সুবিধা পাবেন।
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজা স্থানীয় সময় গত শনিবার দ্য বিল্ড পত্রিকাকে এসব কথা বলেন। তিনি বলেন, এটা জরুরি সহায়তা। জার্মানিতে বসবাসরত তুরস্ক ও সিরীয় পরিবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে আত্মীয়স্বজনকে তাদের কাছে নিয়ে আসতে পারবেন। এ ক্ষেত্রে তাদের কোনো আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে না।
জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই ভিসা নিয়মিত প্রক্রিয়ায় দেওয়া হবে। তবে ভিসা পেতে তুরস্ক ও সিরীয় নাগরিকদের কোনো ঝামেলা পোহাতে হবে না। ভিসার মেয়াদ থাকবে তিন মাস পর্যন্ত।
গত সোমবার তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। এতে এখন পর্যন্ত দুটি দেশে ২৯ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
জাতিসংঘ সতর্ক করে বলেছে, তুরস্ক ও সিরিয়ায় কমপক্ষে ৮ লাখ ৭০ হাজার মানুষের জরুরি গরম খাবার সহায়তা দরকার। শুধু সিরিয়াতেই ৫৩ লাখের বেশি মানুষ গৃহহারা হয়েছে।