মরক্কো-ফ্রান্সের সেমির আগে এমবাপ্পেকে যে বার্তা দিলেন হাকিমি

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইউরোপের দেশ শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হবে আফ্রিাকার দেশ মরক্কো। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
এই ম্যাচের আগে ফরাসি স্ট্রাইকার এমবাপ্পেকে বার্তা দিলেন মরক্কোর তারকা খেলোয়াড় আশরাফ হাকিমি।
ক্লাব ফুটবলে সারা বছরই এক সাথে পথচলা তাদের। দুইজনের মধ্যে বন্ধুত্বটাও বেশ। চলমান বিশ্বকাপে এখন তারা একে অপরের প্রতিপক্ষ। তবে নিজ নিজ দেশের তারকা এই দুই ফুটবলার মুখিয়ে আছে সেমিফাইনালে একে অপরের বিপক্ষে মাঠে নামার জন্য।
কাতার বিশ্বকাপে ইতিহাস তৈরি করে সেমিফাইনালে পা রাখে মরক্কো।
চলমান বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়ে ইতিহাস রচনা করে হাকিমির দেশ মরক্কো। ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে দলটির তারকা ফুটবলার এমবাপ্পেকে উদ্দেশ্য করে টুইট করেন হাকিমি। নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে হাকিমি লিখেন, “শিগগিরই দেখা হবে বন্ধু।”
এরপর একটি হার্ট সাইন এবং হ্যান্ডশেক এর ইমোজি দেন তিনি।
সেমিফাইনালে এমবাপ্পে এবং তার দলের আক্রমণ রুখতে বড় ভূমিকা রাখতে হবে মরক্কোর হাকিমিকে। বন্ধু এমবাপ্পের সেই আক্রমণগুলো রুখে দিয়ে নতুন কোনও ইতিহাস তৈরি করতে পারে কিনা মরক্কো এখন সেটিই দেখার বিষয়।