পাঁচ মাসেই চুক্তি বাতিল করলেন মার্সেলো
রিয়াল মাদ্রিদ ছেড়ে এক বছরের জন্য অলিম্পিয়াকোসে যোগ দিয়েছিলেন মার্সেলো। শুধু তা-ই নয়, আরও এক বছর চুক্তি বৃদ্ধির সুযোগও। কিন্তু পাঁচ মাস না যেতেই গ্রিক ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হলো ব্রাজিলিয়ান লেফট-ব্যাককে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্সেলো লেখেন, ‘আমি গ্রীসে অবিস্মরণীয় কিছু মুহূর্ত কাটিয়েছি। পিরাউস ও তাদের জনগণ আমার হৃদয়ে আছে। তবে এই অসাধারণ দেশটিতে এটাই শেষবার নয়। অলিম্পিয়াকোসে জার্সি গায়ে জড়ানোর জন্য কেবল কৃতজ্ঞতাই প্রকাশ করতে পারি। যদিও সময়টা খুব অল্প, তবে এখানকার অভিজ্ঞতা এবং আমি যেসব বন্ধুদের পেয়েছি তা আমার জীবনে চিরকাল স্মরনীয় হয়ে থাকবে। আমি অলিম্পিয়াকোসের সফল ভবিষ্যৎ কামনা করি! ধন্যবাদ, অলিম্পিয়াকোস।’
মার্সেলোকে বিদায় দিয়ে অলিম্পিয়াকোস লেখে, ‘পুরো অলিম্পিয়াকোস পরিবারের পক্ষ থেকে মার্সেলোকে ধন্যবাদ। আমাদের সঙ্গে অল্প সময়ের জন্য থেকেছে কিন্তু তা চিরস্থায়ী বন্ধন তৈরির করার জন্য যথেষ্ট।’