বিশ্বশীর্ষ নিউজ
আত্মঘাতী বিস্ফোরণে পাকিস্তানের ৯ পুলিশ নিহত
বোলানে বোমা হামলায় বেলুচিস্তান কনস্টেবুলারির অন্তত নয় পুলিশকর্মী নিহত এবং ১৩ জন আহত হয়েছে।
কাছির সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) মাহমুদ নোটজাই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিবি ও কাছি সীমান্ত সংলগ্ন এলাকার কামব্রি ব্রিজে বিস্ফোরণ ঘটে।
এই পুলিশ কর্মকর্তার মতে, প্রাথমিক প্রমাণে ইঙ্গিত মিলেছে যে, বিস্ফোরণটি একটি আত্মঘাতী হামলা। তবে হামলার প্রকৃত ধরন তদন্তের পর জানা যাবে বলে জানান তিনি। বিস্তারিত আসছে..