আঞ্চলিকশীর্ষ নিউজ

মনিরামপুরের চিহ্নিত চাঁদাবাজ ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন


মালিক উজ জামান, যশোর : যশোরের মনিরামপুর উপজেলার মোহনপুর বটতলার ব্যবসায়ী জাকির হোসেন (৪০) সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন। এলাকার চিহ্নিত চাঁদাবাজ, জবরদখলকারী, ভূমিদস্যুর বিরুদ্ধে তিনি সংবাদ সম্মেলন করেন।
উল্লেখিতরা বাজারের কুলটিয়া রোডের মসজিদের জায়গায় জেএলনং ১০০ নং দূর্গাপুর মৌজায় মসজিদ নিউ সুপার মার্কেট নামে স্থাপনা রয়েছে। সাবেক দাগ ২৩৮, হাল দাগ ১৪৩, হাল খতিয়ান ৭৪। ২০১৫ সালে ৫ বছরের লীজে মাসিক ভাড়া ২৫০০ টাকার ভিত্তিতে জাকির হোসেন ঘর বরাদ্দ নেন। এজন্য দুই লাখ টাকা এ্যাডভান্স গ্রহন করে কতৃপক্ষ।
লিখিত বক্তব্যে জাকির হোসেন উল্লেখ করেছেন, মনিরামপুর বাজারে তার আল আমিন নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। দূর্গাপুরের খোকন দফাদারের পুত্র এম এম লুৎফর রহমান, মৃত খোকন দফাদারের পুত্র মিজানুর রহমান, মোহনপুরের আবু হোসেনের পুত্র ফারুক হোসেন, শুনিল ঘোষের পুত্র উত্তম কুমার, তাহেরপুরের ইমস বোসের পুত্র ভজন, ভোলা বোসের পুত্র তুলসী বোস, দূর্গা পুরের রশিদ গাজীর পুত্র নুরো, যশোর আলীর পুত্র হাসেম আলী চালকীডাঙ্গার আমমতুল্যাহর পুত্র খুররমসহ ২০/২৫ জন প্রকাশ্যে চাঁদাবাজি করছে।
উল্লেখিতরা পরস্পর যোগ সাজশে ঘরভাড়া সাড়ে পাঁচহাজার টাকার ভাড়ার ভিত্তিতে নতুন করে অর্থ গ্রহন করে। ২০২২ সাল ডিসেম্বর পর্যন্ত জাকির হোসেন ভাড়া পরিশোধ করেছে। ২০২৩ সালের শুরুতে তারা ভাড়া গ্রহন বন্ধ করে দেয়। এরপর গত ১০ ফেব্রুয়ারি তারা আরো পাঁচলক্ষ টাকা দাবি করে। এরপর ২১ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টায় তারা দোকান থেকে নগদ সাড়ে চার লাখ টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুটপাট করে। এসময় বাঁধা দেওয়ায় তারা জাকির হোসেন কে ব্যাপক মারধোর করেন। এ বিষয়ে দুটি মামলা করা হয়েছে। তাতেও আসামিরা দমছে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button