আঞ্চলিকসংগঠন সংবাদ
সুইটি জলদাসের শুভ বিবাহ উপলক্ষে হলুদ সন্ধ্যা অনুষ্ঠানে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক মানপত্র প্রদান ও শুভেচ্ছা বিনিময়
বুধবার (৮ মার্চ ২০২৩) বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী শ্রী বিপ্লব জলদাস এর ছোট বোন ও সংগঠনের নির্বাহী সদস্য চট্টগ্রাম সাতকানিয়া কাঞ্চনা গ্রামের শিক্ষা অনুরাগী ও সংস্কৃতি কর্মী সুইটি জলদাস এর শুভ বিবাহ উপলক্ষে হলুদ সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও দেশের অন্যতম সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র পক্ষ থেকে সুইটি জলদাসকে মানপত্র দিয়ে শুভেচ্ছা বিনিময় ও শুভকামনা জানান শিল্পী গোষ্ঠীর নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক কবি ও সাহিত্যিক ও সংগঠক শিল্পী শ্রী বিপ্লব জলদাস, নির্বাহী সদস্য দীপা দাস, বিউটি দাস, বিপাশা দাস, বিটন দাস, নিউটন দাস, রিয়া দাস, দীপা দাস, পাপিয়া দাশ, মুক্তা দাশ, কৃষ্ণা দাস, স্বপন দাস, নিশা দাস, দোলা দাস, পূজা দাস প্রমুখ।