আঞ্চলিকশীর্ষ নিউজ

যশোর সরকারি এম এম কলেজ পুকুরে মাছের পোনা অবমুক্ত


মালিক উজ জামান, যশোর : যশোরসরকারিমাইকেলমধূসূদন মহাবিদ্যালয়ের শেখকামালছাত্রাবাসেরপুকুরেমাছের পোনা অবমুক্ত করাহয়েছে।
সোমবার বেলা ১২ টারদিকেশহরেরপুরাতনকসবাস্থ এলাকায়অবস্থিত পুকুরেকলেজের অধ্যক্ষ প্রফেসরমর্জিনা আক্তার পুকুরে পোনা অবমুক্তের উদ্বোধনকরেন। কলেজেরছাত্রাবাসেরশিক্ষার্থীদেরআমিষেরচাহিদাপূরণের জন্য এই উদ্যোগবলেজানিয়েছেনসংশ্রিষ্টরা।
এসময়উপস্থিত ছিলেনকলেজেরউপাধ্যক্ষ প্রফেসর ড. আবুবকরসিদ্দিকী, ভুগোলেরবিভাগীয়প্রধানপ্রফেসরআব্দুরকাদের, ব্যবস্থাপনাবিভাগেরপ্রধানপ্রফেসরমিজানুররহমান, ইংরেজীবিভাগেরসহকারীঅধ্যাপকরাশেদ মো. আব্দুল হেলজাকারিয়া, উদ্ভিদবিদ্যাবিভাগেরসহযোগীঅধ্যাপকআব্দুল মোমিন, ভুগোলবিভাগেরসহযোগীঅধ্যাপকতালেবুলইসলাম, শেখকামালছাত্রাবাসের হোস্টেল সুপারশাহাদত হোসেন, বাংলাবিভাগেরপ্রভাষক মেহেদীহাসান।
শিক্ষকপরিষদের নেতৃবৃন্দসহবিভিন্নবিভাগেরবিভাগীয়প্রধানরাউপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button