খেলা

বরিশালকে হারিয়ে শুভ সূচনা ঢাকা মেট্রোর

 

ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪ (বাসস) : বরিশাল বিভাগকে হারিয়ে আজ থেকে শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে শুভ সূচনা করেছে ঢাকা মেট্রো। ব্যাটার-বোলারদের দারুণ নৈপুন্যে ৩১ রানে জয় পায় ঢাকা মেট্রো।

সিলেট একাডেমি গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে ঢাকা মেট্রো। ১১ ওভারে ১১৯ রান যোগ করেন ঢাকার দুই ওপেনার ইমরানুজ্জামান ও অধিনায়ক নাইম শেখ। দু’জনই হাফ-সেঞ্চুরি তুলে ১২১ রানের মধ্যে সাজঘরে ফিরেন।

প্রথম ব্যাটার হিসেবে আউট হবার আগে ৫টি চার ও ৪টি ছক্কায় ৩৫ বলে ৬৫ রান করেন নাইম। ইমরানুজ্জামানের ব্যাট থেকে আসে ৩৩ বলে ৫৩ রান। তার ইনিংসে ২টি চার ও ৪টি ছক্কা ছিলো।

দুই ওপেনরের বিদায়ের পর ঢাকা মেট্রোকে বড় সংগ্রহ এনে দেন পরের দিকের ব্যাটাররা। উইকেটরক্ষক গাজী তাহজিবুলের ২৫ বলে ৩৬, আনিসুল ইসলাম ও আবু হায়দার রনির সমান ১৫ রানের সুবাদে ২০ ওভারে ৪ উইকেটে ১৯২ রান করে ঢাকা মেট্রো। মেহেদি হাসান ২টি উইকেট নেন।

জবাবে প্রথম দুই ওভারেই দুই ওপেনারকে হারায় বরিশাল। শুরুর ধাক্কা সামলে উঠতে একাই লড়াই করেছেন তিন নম্বরে নামা ফজলে মাহমুদ রাব্বি। সতীর্থদের সঙ্গ না পেলেও একা প্রান্ত আগলে লড়াই করেছেন তিনি।

পঞ্চম উইকেটে অধিনায়ক সোহাগ গাজীর সাথে ৮২ রানের জুটি গড়েও দলের হার রুখতে পারেননি ফজলে। ইনিংসের শেষ ওভারে ৩ উইকেট নেন ঢাকা মেট্রোর স্পিনার রাকিবুল হাসান। এতে ২০ ওভারে ৮ উইকেটে ১৬১ রান করে ম্যাচ হারে বরিশাল। ২৬ রানে ৩ উইকেট নেন রাকিবুল।

৫২ বল খেলে ৪টি চার ও ৫টি ছক্কায় ৭৭ রান করেন ফজলে। ৩২ বলে অনবদ্য ৪০ রান করেন সোহাগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button