বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ‘শক্তিশালী’ ঘূর্ণিঝড়ের শঙ্কা
এ বছর প্রচণ্ড গরমের মধ্যেই ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। অনেক আগে থেকেই চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হওয়ার আশঙ্কা করছিল আবহাওয়া অফিস। ধীরে ধীরে এ আশঙ্কা বাস্তবে রুপ নিতে শুরু করেছে। ইতিমধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে এমনটি বলা হয়েছে। আজ মঙ্গলবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে। এর ফলে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে ক্রমেই ঘূর্ণিঝড় ‘মোখা’ সৃষ্টিতে এগিয়ে যাচ্ছে।
এদিকে সোমবার (৮ মে) রাতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২১.২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।