অসীম বিকাশ বড়ুয়া, দক্ষিণ কোরিয়া থেকে
গত দুই মাসে প্রায় ১৩০০০ অবৈধ অভিবাসী ধরপাকড় অভিযান এবং স্বেচ্ছায় প্রস্থান কর্মসূচির মাধ্যমে দক্ষিণ কোরিয়া ত্যাগ করেছে। গত বুধবার বিচার মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
করোনা সংক্রমণ বিরতির পর গত অক্টোবর মাস থেকে সরকার দক্ষিণ কোরিয়াতে থাকা এবং অবৈধভাবে কাজ করা বিদেশীদের বিরুদ্ধে আটক অভিযান পুনরায় শুরু করেছে।
গত ২ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সর্বশেষ আটক অভিযান পরিচালনা করা হয় দেশটির বিনোদন পরিষেবা সহ বিভিন্ন ফ্যাক্টরি, কলকারখানা, হোটেল-মোটেল,রেস্টুরেন্ট, বাজার ও ট্রেন-বাস স্টেশনে। এতে মোট ৭৫৭৮ জন অবৈধ কর্মী ধরা পড়েছিল এবং তাদের মধ্যে ৬৮৬৩ জন কে বাধ্য করা হয়েছিল কোরিয়া ছাড়তে।
দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয় সূত্রে জানা যায়,অন্য ২০৮ জনকে জরিমানা করা হয়েছে এবং বাকি অবৈধ অভিবাসীদের ধরার জন্য অভিযান চলমান রয়েছে। আরো জানা যায় অতিরিক্ত ৫২৪৭ জন অবৈধ অভিবাসী স্বেচ্ছাসেবী প্রস্হান কর্মসূচির মাধ্যমে দেশ ত্যাগ করেছে।যেখানে জরিমানা ছাড় এবং প্রবেশ নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে।
এছাড়াও ১৭০১ জন কোরিয়ান নিয়োগকর্তাকে অবৈধ অভিবাসি রাখার দায়ে এবং ১২ জন অবৈধ কর্মসংস্থান দালাল কে আটক করে জরিমানা করা হয়েছে।
লেখক: অসীম বিকাশ বড়ুয়া, দক্ষিণ কোরিয়া প্রবাসী সাংবাদিক।