৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল আগামী ১১ জুন প্রকাশ করতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। ওইদিন ফল প্রকাশের তারিখ ধরে প্রস্তুতি নিচ্ছে বিপিএসসি।
পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন সংবাদমাধ্যমকে বলেন, এর আগের বিসিএসের প্রিলিমিনারির ফল সর্বোচ্চ ২৮ দিনের মধ্যে প্রকাশ করা হয়েছে। এবারও এই দিনের মধ্যে প্রকাশ হবে। সে লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। কবে ফল প্রকাশ করা হবে সেটি এই মুহূর্তে বলা সম্ভব না।
গত ১৯ মে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে হিসাবে তিন সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করা হবে।
এর আগে ২৫ দিনের মধ্যে ৪৪তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ করা হয়েছিল। এটি এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত সময়ে প্রিলির ফল প্রকাশের রেকর্ড। তবে ৪৫তম বিসিএসে এই রেকর্ডকেও ছাড়িয়ে যেতে চায় পিএসসি। সবচেয়ে কম সময়ের মধ্যে ৪৫তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ করতে চায় বিপিএসসি।