অর্থ ও বাণিজ্যশীর্ষ নিউজ
কর্ণফুলীতে র্যাবের অভিযানে ৫ হাজার লিটার চোরাই অকটেনসহ আটক ২
চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের কর্ণফুলীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭) এর অভিযানে প্রায় ৫ হাজার লিটার চোরাই অকটেনসহ দুই যুবককে আটক করা হয়েছে।
রবিবার (৪ জুন) বিকেলে মধ্যম শিকলবাহার আজিজ মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খুইল্যামিয়া বাড়ির মৃত ইয়াছিন আহম্মদের ছেলে মো. কোরবান আলী (৪৮) ও পটিয়া উপজেলার মুন্সি হাটের আব্দুল মতিনের ছেলে মো. এমদাদ হোসেন হৃদয় (২০)।
জানা গেছে, চট্টগ্রামের কর্ণফুলীতে কেনা বেচার উদ্দেশ্যে বিপুল পরিমাণ চোরাই অকটেন তেল মজুদ করছেন এমন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এতে র্যাবের উপস্থিতি টের পেয়ে দু’জন যুবক পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়।
পরে তাদের দেয়া স্বীকারোক্তিতে বিভিন্ন টিনের ড্রাম হতে ৪ হাজার ৯৫৫ লিটার প্রায় ৫ হাজার লিটার চোরাই অকটেন তেল জব্দ করা হয়। উদ্ধার হওয়া চোরাই তেলের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৪৪ হাজার টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, কর্ণফুলী থেকে অবৈধভাবে ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অকটেন তেল মজুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে ড্রামে রাখা ৪ হাজার ৯৫৫ লিটার অকটেন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ চোরাই তেল অবৈধভাবে সংগ্রহ করে পরে অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারি ও খুচরা বিক্রি করতেন।
র্যাব বাদি হয়ে সিএমপির কর্ণফুলী থানায় আটককৃতদের বিরুদ্ধে হস্তান্তর করা ৪১৩ ধারায় মামলা রুজু করে আসামি হস্তান্তর করেন বলে ওসি জানান।