বাঙলার পাঠশালা ফাউন্ডেশনের আয়োজনে ও দৈনিক ইত্তেফাকের সহযোগিতায় কিংবদন্তি অর্থনীতিবিদ নুরুল ইসলাম স্মরণসভা
সদ্য প্রয়াত অধ্যাপক নুরুল ইসলামের স্মরণে
অপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, বাংলাদেশের কিংবদন্তি অর্থনীতিবিদ অধ্যাপক নুরুল ইসলাম গত ৯ মে ২০২৩-এর প্রথম প্রহরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রয়াত হন। তাঁর প্রয়াণ আমাদের জন্য অত্যন্ত বেদনার ও অপূরণীয় ক্ষতির। আপনারা জানেন যে, তিঁনি আন্তর্জাতিক মহলে বাংলাদেশি অর্থনীতিবিদ হিসেবে প্রভূত খ্যাতি ও বাংলাদেশের জন্য সম্মান অর্জন করেছেন। অধ্যাপক নুরুল ইসলাম আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউটের সম্মাননীয় ইমেরিটাস গবেষক, বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের (১৯৭২) ডেপুটি চেয়ারম্যান, বঙ্গবন্ধুর ঘনিষ্টজন ও উপদেষ্টা ছিলেন। ২০১৯ সালে, বাঙলার পাঠশালা ফাউন্ডেশন পরিচালিত চার মাসব্যাপী ‘পাঠচক্র-১০: বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি: অধ্যাপক নুরুল ইসলাম পাঠ’-এর ১২টি ক্লাস সফলভাবে আয়োজন করে ঢাকা বিশ^বিদ্যালয়ে। তিন শতাধিক তরুণ-তরুণীর অংশগ্রহণে বাংলা ভাষায় এ পাঠচক্র সফলতার সঙ্গে সমাপ্ত হয়। উক্ত পাঠচক্রের আলোচিত বিষয়গুলো নিয়ে শিঘ্রই একটি স্মারকগ্রন্থ প্রকাশিত হবে।
বাঙলার পাঠশালা তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি স্মরণসভার আয়োজন করেছে। প্রখ্যাত দৈনিক ইত্তেফাকের সহযোগিতায় যথাযোগ্য মর্যাদায় সভাটি অনুষ্ঠিত হবে। এই স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। অনুষ্ঠানে সম্মাননীয় আলোচকবৃন্দের মধ্যে উপস্থিত থাকবেন ইউএনডিপির মানব উন্নয়ন প্রতিবেদন দপ্তরের ভূতপূর্ব পরিচালক ড. সেলিম জাহান, ইকনমিক রিসার্চ গ্রæপ (ঊজএ)-এর নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ড. সাজ্জাদ জহির, দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগি অধ্যাপক ড. অতনু রব্বানী, ব্র্যাকের জেন্ডার জাস্টিস এন্ড ডায়ভার্সিটি বিভাগের পরিচালক শিল্পী নবনীতা চৌধুরী, আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (ইফপ্রি) বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ড. মেহরাব বখতিয়ার, দৈনিক প্রথম আলোর ত্রৈমাসিক প্রতিচিন্তার সাবেক সহকারি সম্পাদক খলিলউল্লাহ্ জীবন। স্মরণসভাটি সভাপতিত্ব করবেন ঢাকা বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বাঙলার পাঠশালার প্রতিষ্ঠাতা জনাব আহমেদ জাভেদ।
অনুষ্ঠানটি হবে আগামী ৮ জুন ২০২৩ বৃহস্পতিবার, বিকাল ৩.৩০ মিনিটে, ঢাকা বিশ্ববিদ্যায়ের আর সি মজুমদার মিলনায়তনে (কলা ভবনের পিছনে লেকচার থিয়েটার ভবনের নীচ তলায়)।