বিএনপি নেতা সালাহউদ্দিনের দেশে ফেরার বাধা কাটল
ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক বাংলাদেশের সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বাংলাদেশ সরকারের ট্রাভেল পাস সংগ্রহ করেছেন। মঙ্গলবার গোহাটির বাংলাদেশ মিশন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (১২ জুন) দিবাগত রাত ১১টার দিকে ট্রাভেল পাস হাতে পান ভারতে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।
সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, সোমবার রাতে তিনি ট্রাভেল পাস হাতে পেয়েছেন। এটি গত ৮ জুন ইস্যু করা হয়েছে। এখন ভারতে কিছু আইনি প্রক্রিয়া রয়েছে, সেগুলো সম্পন্ন করবেন তিনি। একই সঙ্গে শারীরিক চেক-আপ করাবেন।
উল্লেখ্য, ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে ২০১৫ সালের ১১ মে পাওয়া গিয়েছিল আলোচিত বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে। তার দুই মাস আগে ২০১৫ সালের ১০ মার্চ ঢাকায় হঠাৎ নিখোঁজ হন তিনি।
ভারতে অনুপ্রবেশের দায়ে বিএনপির এই নেতার বিরুদ্ধে মামলা করে শিলং পুলিশ। সম্প্রতি সেখানকার একটি আদালত সেই মামলা থেকে তাকে বেকসুর খালাস দিয়েছেন এবং তাকে দেশে ফেরানোর নির্দেশ দিয়েছেন।