চট্টগ্রামে পাহাড়ের মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীতে অবৈধভাবে পাহাড়ের মাটি কাটার অভিযোগে মো. গিয়াস উদ্দিন নামে এক ব্যক্তি কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (১৭ জুন) বিকেলে খুলশী লালখান বাজার বাগঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।
ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, ‘অবৈধভাবে পাহাড়ের মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(চ) ধারা লঙ্ঘনে ১৫(১) ধারায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়, সরকারি সম্পত্তি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় আগ্রাবাদ সার্কেল ভূমি অফিসের সার্ভেয়ার মো. আব্বাস উদ্দিন, সিএমপি পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।