অর্থ ও বাণিজ্যবিশেষ খবর
এলএনজি আমদানি বিষয়ে ওমানের সঙ্গে আজ চুক্তি স্বাক্ষর
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির লক্ষ্যে আজ সন্ধ্যায় নগরীর একটি হোটেলে পেট্রোবাংলা এবং ওমানের ওকিউ ট্রেডিংয়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হবে।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের আন্তরিক প্রচেষ্টার অংশ হিসেবে আগামীকাল সন্ধ্যা ৭টার দিকে ওমানের সঙ্গে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য একটি দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষরিত হবে।
এ বিক্রয়-ক্রয় চুক্তি (এসপিএ)’র অধীনে বাংলাদেশ ২০২৬ সাল থেকে ওকিউ ট্রেডিংয়ের কাছ থেকে বার্ষিক ০.২৫ থেকে ১.৫ মিলিয়ন মেট্রিক টন (এমএমটি) এলএনজি পাবে।
প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বীর বিক্রম এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করবেন।-বাসস